শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি।
কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে জয়নব নেছা (৬২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২১ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে পোড়াদহ রেলওয়ে জংশনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে ওই নারী খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ ট্রেনে ওঠার সময় পা পিছলে ট্রেনে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চিকিৎসার জন্য ওই নারী রাজশাহী যাচ্ছিলেন।
তিনি কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের উত্তরমাগুরা গ্রামের আহমদ আলীর স্ত্রী এবং পাটিকাবাড়ি ইউনিয়নের সাবেক সংরক্ষিত নারী সদস্য ছিলেন।
পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী জানান, নিহত ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।