আনোয়ার হোসেন, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ হরিনাকুন্ডু উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও টিউবয়েল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, হরিণাকুন্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসাইন,জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে হরিনাকুন্ডু উপজেলার ১০০ জন বীরমুক্তিযোদ্ধাদের টিউবয়েল বিতরণ করা হয়।