আনোয়ার হোসেন, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার ১নং সাধুহাটি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়েছে।
আজ বিকাল ৫টায় পায়রা চত্বরে জেলা স্বেচ্ছাসেবক লীগের অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা তৈয়ব আলী জোয়ার্দ্দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ সন্জু, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহাদুর রহমান খোকন, সদর থানা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক আসলাম হোসেন, ১নং সাধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নাজির উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আলাউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খানজাহান আলী, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেনসহ আরও অনেকে।
সভাপতিত্ব করেন সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুল মালেক, পরিচালনা করেন সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান উজ্জ্বল বিশ্বাস। আলোচনা সভা শেষে জাহাঙ্গীর শেখকে সভাপতি ও আতিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।