আনোয়ার হোসেন, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকাল ৪টায় কোটচাঁদপুর উপজেলার আখ সেন্টার মাঠে বিশাল সমাবেশের মাধ্যমে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উদ্বোধক উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি মাননীয় জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ঝিনাইদহ শৈলকুপার কৃতি সন্তান পারভীন জামান কল্পনা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও সাবেক সফল পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ -৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল, আরও বক্তব্য প্রদান করেন জেলা উপজেলা ও থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শরিফুন্নেছা মিকি। পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহাজাহান আলী। ১ম অধিবেশন শেষে ২য় অধিবেশনে পুনরায় শরিফুন্নেছা মিকিকে সভাপতি ও শাহাজাহান আলীকে সাধারণ সম্পাদক করে পূনরায় কমিটি ঘোষণা করা হয়।