মোঃ আনোয়ার হোসেন, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক সারাদেশে হঠাৎ করে নিত্য পণ্যের দাম বৃদ্ধিতে ইউনিয়ন পর্যায়ে গরিব অসহায় মানুষের মাঝে কার্ডের মাধ্যমে নিত্যপন্য সামগ্রী সুলভ মূল্যে বিক্রি করার কার্যক্রম শুরু হয়েছে।
আজ সকাল ১১টায় ঝিনাইদহ সদর উপজেলার ২নং মধুহাটি ইউনিয়নের চোরকোল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কাজে উদ্বোধন করেন ২নং মধুহাটি ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলতাফ হোসেন বিশ্বাস।
উপস্থিত ছিলেন মধুহাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৯নং ওয়ার্ডের মেম্বার আয়ুব হোসেন, ১নং ওয়ার্ডের মেম্বার আশরাফুল ইসলাম, ২নং ওয়ার্ড মেম্বার আয়াদুল ইসলাম, ৩নং ওয়ার্ডের মেম্বার আলাউদ্দিন আলী, ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেনসহ স্থানীয় মাতুব্বর ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
আজ সকাল থেকে বিকাল পর্যন্ত ৫০০ জন গরীব অসহায় পরিবারের মাঝে ২লিটার সয়াবিন তেল, ২কেজি চিনি ও ২কেজি মসুর ডাল সুলভ মূল্যে বিক্রয় করা হয়। এলাকার মানুষগণ সুলভ মুল্যে নিত্য প্রয়োজনীয় পুণ্য পাওয়ায় খুব খুশী হন।