জালালুর রহমান, মৌলভীবাজারঃ
মৌলভীবাজারের জুড়ীতে তথ্য অধিকার আইন ২০০৯- বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে বিকাল সাড়ে ৩ ঘটিকায় মঙ্গলবার (২৯ মার্চ) আয়োজনে জুড়ী উপজেলা প্রশাসন ও তথ্য কমিশন বাংলাদেশ স্হান উপজেলা পরিষদ অডিটোরিয়াম। জুড়ী উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে।
তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এম এ মুঈদ ফারুক চেয়ারম্যান উপজেলা পরিষদ জুড়ী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোঃ সালাহ উদ্দিন সহকারী পরিচালক (প্রশিক্ষন) তথ্য কমিশন, বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি রতন কুমার অধিকারী, সাগরনাল ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর নুর,উপস্থিত ছিলেন আব্দুল মতিন উপজেলা প্রকৌশলী, জসিম উদ্দিন কৃষি অফিসার, পৃর্ব জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান রুয়েল উদ্দিন, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও ইউপি সদস্য গণ।