জালালুর রহমান, মৌলভীবাজারঃ
মৌলভীবাজারের জুড়ীতে জিআর মামলায় গ্রেফতার পরোয়ানাভূক্ত এক আসামীকে আটক করেছে পুলিশ।
২৬ মার্চ শনিবার ভোরে পুলিশের বিশেষ অভিযানে ডারলিং পাটোয়াট নামক যুবক কে গ্রেফতার করা হয়েছে। জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে এসআই মোঃ সোহানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ একদল পুলিশ জিআর মামলা নং ১৩/২০২২ (জুড়ী) এর পরোয়ানাভূক্ত ডারলিং পাটোয়াট কে (৪০) জুড়ী থানার এলবিনটিলা গ্রাম থেকে আটক করেছে ।
গ্রেফতারকৃত ডারলিং পাটোয়াট জুড়ী থানার এলবিনটিলা গ্রামের ক্লিপ তালাং এর ছেলে। উক্ত আসামী কিছু দিন জাবত পলাতক ছিল। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী সত্যতা নিশ্চিত করেন।