রাবেয়া আক্তার, ক্রাইম রিপোর্টারঃ গণতান্ত্রিক মজদুর পার্টি ও বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের শতাধিক নেতাকর্মীদের সাম্যবাদী (এম.এল) এ যোগদান উপলক্ষ্যে আজ শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাম্যবাদী দল (এম.এল) এর সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী কমরেড দিলীপ বড়ুয়া।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাম্যবাদী দলের কেন্দ্রীয় সদস্য কমরেড সুলতান আহমেদ বিশ্বাস এবং সঞ্চালনা করেন সাইমুম হক।
এসময় বক্তব্য রাখেন কমরেড মো. রফিক, শ্রমিক নেতা আব্বাস উদ্দিন, এড. কামরুল ইসলাম, আবুল কাশেম দুলাল, শামীমা আক্তার, মো. ইয়ামিন, ক্রান্তি আজিম, মো. রফিকুল ইসলাম সহ বিভিন্ন ইউনিটের শ্রমিক নেতৃবৃন্দ।
প্রধান অতিথির ভাষণে কমরেড দিলীপ বড়ুয়া বলেন, শুধু সরকার বদল অথবা পতাকা বদল হলেই অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা হবে না। সমাজ পরিবর্তনের মধ্য দিয়ে অর্জিত সরকারই শ্রমিক শ্রেণীর স্বার্থকে সমুন্নত রাখা সম্ভব হবে। দেশের রাজনৈতিক অবস্থা বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক কায়েমী স্বার্থবাদী মহল দেশের নির্বাচনী ইস্যুকে অনির্বাচনের দিকে নিয়ে যেতে বদ্ধ পরিকর। এই বাস্তবতায় সমস্ত প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে মোকাবেলা করতে হবে।