মোঃ রাসেল হাসান, স্টাফ রিপোর্টার (নেত্রকোণা)
সম্প্রতি চলচ্চিত্র নির্মাতা জসিম উদ্দিন ইমন এর ‘টোপ’ নাটক এর শুটিং শেষ হয়েছে।
নির্মাতা বলেন, টোপে নির্দিষ্ট কোনো কেন্দ্রীয় চরিত্র দেখা যাবে না। গল্পনির্ভির হওয়ায় গল্পই নাটকটির হিরো হয়ে উঠেছে। জসিস উদ্দীন ইমন বলেন, বিশ্বায়নের এই সময়ে সংসার নামক কোকন থেকে নারীরা কর্মক্ষেত্রে বেরিয়ে আসছে ।
নতুন এই পরিবেশে খাপ খাওয়াতে তাদের বিভন্ন রকম প্রতিকুল পরিবেশ এর সম্মুখীন হচ্ছে। হচ্ছে যৌন হয়রানীসহ অপ্রকৃষ্ট আচরনের সম্মুক্ষীন হচ্ছে। টোপ গল্পের প্রেক্ষাপট এটাই নারীর ক্ষমতায়ন ও অফিস রাজনীতি এবং প্রতিকূল পরিবেশে নারীর টিকে থাকার গল্প।
সুয়েজ করিমের গল্পে ‘টোপ’ এর নাট্যরুপ দিয়েছেন গৌতম কুমার। এর সহকারী পরিচালক-মেহেদী হাসান। নাটকটির আর্ট ডিরেক্টর-ই মাম হোসেন শাফী, সেট ডিরেক্টর-শফিউল রাজ, কস্টিউমস-সুমাইয়া আক্তার কেয়া, রুপসজ্জা-শেখ হাফসা, সিনেমাটোগ্রাফী- রাশিক হাসান মাহফুজ ও ড্রোন-মোহাম্মাদ আশিফ। অভিনয় করেছেন শেখ সায়মা রুপা, মশিউর রহমান পল্টন,তিসা, কবি সুয়েজ করিম, সার্জেন্ট রফিক, আব্দুল হক, আলমগীর হোসেন,শাহাদাত, লাবলু চৌধুরী সহ আরো অনেক।