রমজান আলী,
নীলফামারীর জলঢাকায় নবাগত জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন উপজেলার সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে হল রুমে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, নির্বাহী অফিসার মাহবুব হাসান, পৌর মেয়র ইলিয়াছ হোসেন বাবলু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, ভাইস চেয়ারম্যান গোলাম আজম এলিচ,মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, ভারপ্রাপ্ত কৃষি অফিসার মীর হাসান বান্না, প প কর্মকর্তা রেজওয়ানুল কবির, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিকরুল হক, সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক, আমিনুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান সুমন ১১ টি ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। নবাগত জেলা প্রশাসক এ উপজেলা সহ গোটা নীলফামারী জেলা কে দুর্নিতি মুক্ত করার ঘোষণা দেন এতে সকলের সহযোগিতা কামনা করেন।