ভবদিশ চন্দ্র, জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে ১ম আন্তঃক্লাস্টার প্রাইমারী ফুটবল লীগে আজ মঙ্গলবার ( ২২ মার্চ) দুইটি খেলা অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠের খেলায় গোলনা ক্লাস্টার শিক্ষক একাদশ ২–১ গোলে জলঢাকা সদর ক্লাস্টার শিক্ষক একাদশকে অপর খেলায় টেংগনমারি ক্লাস্টার শিক্ষক একাদশ ২–০ গোলে মিরগঞ্জ ক্লাস্টার শিক্ষক একাদশ কে পরাজিত করে পূর্ণ ৩ পয়েন্ট করে অর্জন করে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, সহকারী শিক্ষা অফিসার শেখ মুশফিকুর রহমান, আব্দুল মান্নান, দীলিপ কুমার রায়, আনোয়ারারুল কবীর রতন ও হারুন-অর রশীদ প্রমুখ। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে টুর্নামেন্টে ৮টি ক্লাস্টার শিক্ষক ফুটবল একাদশ অংশগ্রহণ করছে। খেলা দেখতে বিপুল সংখ্যক শিক্ষক ও দর্শক উপস্থিত ছিলেন।