এ উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সকালে দিবসটি উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, কেক কাটা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর, সহকারী কমিশনার ভূমি জিন্নাতুল ইসলাম, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, অফিসার ইনচার্জ ফিরোজ কবির, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন আহমেদ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম রেজওয়ানুল কবীর প্রমুখ।
এর আগে শিশুদের নিয়ে উপজেলা পরিষদ হলরুমে কেক কাটা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মসুচি শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ১২ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।