
রমজান আলী,
নীলফামারীর জলঢাকায় প্রধান শিক্ষক মির্জা সোবাহানার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও অভিভাবকরা। মঙ্গলবার দুপুরে উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের উত্তর ভাবনচুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শতশত নারী পুরুষ এতে অংশ নেয়। অভিভাবকদের মধ্যে বক্তব্যে রাখেন, সিদ্দিক হোসেন, আব্দুল হান্নান, রশিদা বেগম, মমেনা বেগম, সেরাজুল ইসলাম প্রমুখ। এ সময় তারা বলেন মির্জা সোবাহানা বাচ্চাদের উপর খুব নির্যাতন চালায়। অভিভাবকেরা তার কাছে গেলে নারী নির্যাতনের মামলার ভয় দেখায়। পাশের ডিমলা উপজেলার বাচ্চাদের ভর্তি করায় না। স্কুল উন্নয়নের কোনো কাজ হয় না। আরও ভুরি ভুরি অভিযোগ দায়ের করে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিভাবকেরা হুমকি দিয়ে বলেন মির্জা সোবহানা অপসারণ বা বদলি না হলে বাচ্চাদের স্কুলে না পাঠানোর কথা বলেন। সহকারী শিক্ষক সহিদুল ইসলাম বলেন সোবাহান ম্যাডাম শিক্ষার্থীদের সঙ্গে ও আমাদের সঙ্গে খুব খারাপ আচরণ করেন। ওনার জন্য এখন ছাত্রছাত্রী অনেক কমে গেছে। এ ব্যাপারে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোসফেকুর রহমান বলেন, আমি এরকম অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য সোমবার অভিভাবক ও এলাকাবাসি মির্জা সোবাহানাকে অবরুদ্ধ করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।