মোঃ দুলাল হোসেন ঠাকুরগাঁও বিশেষ প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনসারুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ (২৬)শে ফেব্রুয়ারি সকাল ১১টায় জাগ্রত যুব সমাজের উদ্যোগে ভেলাজান সবুজ সংঘ ক্লাবে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আব্দুস সামাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ,চিলারং ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল হক চৌধুরী ভেলাজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার রায় , চিলারং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, চিলারং ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফজলুল হক , সমাজসেবক খাইরুল ইসলাম, ভেলাজান উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক বজলুর রহমান সমাজসেবক মোস্তফা কামাল , বাবুল হোসেন সহ আরো অনেকেই।
গত ২৬ শে ফেব্রুয়ারি ২০২১ সালের এই দিনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬২ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই রাজনীতিবিদ।
জানা যায়, সদর উপজেলার চিলারং ইউনিয়নের ভেলাজানে গ্রামে ১৯৫৯ সালে জন্মগ্রহণ করেন আনসারুল ইসলাম। প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন শেষ করেন আখারনগর উচ্চ বিদ্যালয় থেকে আখারনগর অধ্যয়ণরত অবস্থায় ছাত্র রাজনীতি দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন।
১৯৮০ সাল থেকে ৭নং চিলারং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে ২০২১ সাল পর্যন্ত দলের দুঃসময়ে দায়িত্ব পালন করেন