deshbanglakhobor24
৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৪:০৫ মিনিট
  1. অর্থ উন্নয়ন
  2. অর্থনীতি
  3. আইন ও অপরাধ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. গল্প ও সাহিত্য
  12. চট্টগ্রাম
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. দেশীয় শিল্প বাণিজ্য

ব্রেকিং নিউজ:

চীন সফরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
DBkhobor24
মার্চ ৩০, ২০২২ ১:২১ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্কঃ

ইউক্রেনে মস্কোর আগ্রাসনের পর প্রথমবারের মতো চীন সফরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এরই মধ্যে তিনি বেইজিংয়ে পৌঁছেছেন বলে খবর পাওয়া গেছে।

জানা গেছে, ল্যাভরভ আফগানিস্তান ইস্যুতে দুটি বহুপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এতে আরও অংশ নেবেন পাকিস্তান, ইরান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের প্রতিনিধিরা।

চীনের তরফে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি দেশের প্রতিনিধিত্ব করবেন। কাতার ও ইন্দোনেশিয়ার প্রতিনিধিরা অতিথি হিসেবে অংশ নেবেন বৈঠকে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আফগানিস্তান, চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গেও আলাদা বৈঠকে অংশ নেবেন ল্যাভরভ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়েং উইনবিন মঙ্গলবার (২৯ মার্চ) তার নিয়মিত ব্রিফিংয়ে জানান, ট্রোইকা বৈঠক, বিশেষ করে আফগানিস্তান ইস্যুতে চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, পাকিস্তানসহ সবকটি দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চীন এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। দেশটি কাবুলে দূতাবাস খোলা রেখেছে এবং মেয়েদের শিক্ষা এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘন সীমিত করাসহ তালেবানের বিভিন্ন পদক্ষেপের বিষয়েও মন্তব্য করেনি।

এই বৈঠকের আয়োজন করা হয়েছে টুনশিতে। এটি আনহুই প্রদেশের একটি প্রাচীন শহর। চীনের কয়েকটি শহরে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় একটি নিরিবিলি পরিবেশ বেছে নেওয়া হয়েছে বৈঠকের জন্য।

চীনের সামাজিক মাধ্যম উইবোতে একটি পোস্টের মাধ্যমে জানানো হয়েছে, বেইজিংয়ে রাশিয়ার দূতাবাসের তরফে নিশ্চিত করা হয়েছে যে বুধবার দেশটির পূর্বাঞ্চলের হুয়াংশান শহরে পৌঁছেছেন ল্যাভরভ।

তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও চীনের পররাষ্ট্রমন্ত্রী আলাদা বৈঠক করবেন কি না তা স্পষ্ট করা হয়নি।

সম্প্রতি রাশিয়া আর চীনের বন্ধুত্বের সম্পর্ক নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র। বিশেষ করে ইউক্রেনে হামলার বিষয়টি চীন আগে থেকেই জানতো এমন অভিযোগ উঠলেও তা প্রত্যাখ্যান করছে বেইজিং।

সূত্র: আল-জাজিরা

চীন রাশিয়া পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ - সারাদেশ