শুক্রবার (৩১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।
জানা যায়,‘প্রতারক জ্যোতিষ তার নিজ এলাকা পঞ্চগড়সহ দিনাজপুরের বিভিন্ন থানা এলাকার মানুষের সাথে সখ্যতা গড়ে তুলে চাকুরী দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতো। এরই ধারাবাহিকতায় দিনাজপুর জেলার কোতয়ালী থানার সুইহারী গ্রামের মাসুদ আলী নামে একজনকে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে ছয় লাখ টাকা হাতিয়ে নেয় ও শিক্ষা প্রতিমন্ত্রীর স্বাক্ষর নকল করে একটি ভূয়া নিয়োগপত্র দেয়। এ ঘটনার জের ধরেই জ্যোতিষকে গ্রেপ্তার করে র্যাব।’
ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বলেন,‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রতারক জ্যোতিসকে তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পঞ্চগড় জেলাসহ বাংলাদেশের বিভিন্ন জেলার সহজ-সরল মানুষদের বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে চাকুরী দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’