জুবায়ের, চট্টগ্রাম ব্যুরো।
চট্টগ্রামের রাঙ্গুনািয়ায় চাঞ্চল্যকর ভান্ডারী হত্যা মামলার অন্যতম আসামী শীর্ষ সন্ত্রাসী কামাল গ্রেফতার।
চট্টগ্রাম জেলার রাংগুনিয়ার আলোচিত ও চাঞ্চল্যকর জিল্লুর ভান্ডারী হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও শীর্ষ সন্ত্রাসী মোঃ কামালকে খাগড়াছড়ি হতে আটক করে র্যাব–০৭।
গতকাল ভোর সাড়ে ছয়টার দিকে খাগড়াছড়ি সদরের কলেজপাড়া থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামী মো কামাল চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার গোদারপাড়ার আইজ্যা ওরফে আমিনুল হকের ছেলে। র্যাব জানায়, ২০১৫ সালের ২১ শে জানুয়ারী চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার রানিরহাটে স্কুলের সামনে আলোচিত জিল্লুর ভান্ডারীকে প্রকাশ্যে গুলি করে হত্যাকারী ৮ আসামীর মধ্যে কামাল একজন।
এ বছরের ফেব্রুয়ারির ১৫ তারিখে দুই আসামীকে মৃত্যুদন্ড এবং ছয় আসামীকে যাবতজ্জীবন কারাদন্ডের রায় ঘোষনা করে। রায়ের পর থেকেই গ্রেফতারকৃত আসামী উক্ত এলাকা থেকে পালিয়ে বিভিন্ন জায়গায় নামে বেনামে অবস্থান করে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আসামীর স্থান সনাক্ত করে আমরা তাকে আটক করতে সক্ষম হই।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।