উওম কুমার গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার বহিপাড়া মহল্লার বিউটি খাতুন (১৪) নামে এক স্কুল ছাত্রীকে পিটানোর ঘটনায় ২জনকে গ্ৰেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে রহনপুর পৌরসভার বহিপাড়া মহল্লায় অভিযান চালিয়ে কয়েস উদ্দিনের ছেলে আব্দুস সালাম (৪০) ও তার স্ত্রী ছবি বেগম(৩৫) কে পুলিশ আটক করে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, সোমবার রাতে অভিযান চালিয়ে আব্দুস সালাম ও ছবি বেগকে গ্ৰেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, সেন্ডাল ও মোবাইল চুরির অভিযোগে শনিবার বহিপাড়া উচ্চ বিদ্যালয় থেকে বিউটি খাতুন নামে ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে স্কুল থেকে টেনে নিয়ে এসে স্কুলের বাইরে বিউটি খাতুনকে চড়-থাক্কার মারে।
ওইদিন রাতেই গ্ৰাম্য সালিশে ৫দিনের মধ্যে মালামাল ফিরিয়ে দিতে বলে।এ মিথ্যা অপবাদ সজ্জা করতে না পেরে রাতেই কীটনাশক পান করে।সেইদিন রাতেই গোমস্তাপুর উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে