উওম কুমার,গোমস্তাপুর চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি।
টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য প্রতিপাদ্যকে সামনে রেখে গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২২ পালন করা হয়।
০৮ মার্চ মঙ্গলবার সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে।
রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা।স্বাগত বক্ত্বব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, জেলা পরিষদের সদস্য হালিমা খাতুন।
প্রকল্প বাস্তবায়ন কমর্কর্তা হাবিবুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন,মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম।
টেকসই প্রকল্প (ডাসকো)টেকনিক্যোল কোঅর্ডিনেটর আবুল কালাম আজাদ,ইউনিট ম্যানেজার আবুল বাসার,মাঠ সহায়ক মানবাধিকার রুপলাল মুরমু. ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কমসুচি গোমস্তাপুর অফিসার আঃ আওয়াল সহ আরো পল্লি সমাজের নেত্রিগন, উপস্থাপনা করেন আইজি প্রকল্পের ট্রেনার শামসুন্নাহার খাতুন প্রমূখ।