ওসমান গনি, গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের দুই ন তুন রাস্তায় মাটি ভ রাট ও ইট সলিং কাজের শুভ উদ্ধোধন করলেন বাউশিয়া ইউঃপি চেয়ারম্যান মোঃমিজানুর রহমান প্রধান।
গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া পশ্চিম কান্দী ঈদগাঁ হইতে পোড়াচক বাউশিয়া হাই স্কুল সংলগ্ন ব্রীজ পর্যন্ত মাটি ভরাট ও পুরান বাউশিয়া ইপিআই শিল্প পার্ক হইতে মধ্য বাউশিয়া গ্রামের আনোয়ার আলী প্রধানের বাড়ি পর্যন্ত রাস্তায় ইটের সলিং কাজের শুভ উদ্ধোধন ককরেন তিনি।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃতাজুল ইসলাম,ইউঃপি সদস্য আল মামুন প্রধান,এবাদুল্লাহ মেম্বার,সাবেক উপজেলা ছাত্রলীগ এর সভাপতি মাহাবুবুল হক শাহীন,সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা মাছুম সরকার,ঠিকাদার মফিজুল ইসলাম প্রমুখ।
আপনার মতামত লিখুন :