ওসমান গনি, গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের দুই ন তুন রাস্তায় মাটি ভ রাট ও ইট সলিং কাজের শুভ উদ্ধোধন করলেন বাউশিয়া ইউঃপি চেয়ারম্যান মোঃমিজানুর রহমান প্রধান।
গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া পশ্চিম কান্দী ঈদগাঁ হইতে পোড়াচক বাউশিয়া হাই স্কুল সংলগ্ন ব্রীজ পর্যন্ত মাটি ভরাট ও পুরান বাউশিয়া ইপিআই শিল্প পার্ক হইতে মধ্য বাউশিয়া গ্রামের আনোয়ার আলী প্রধানের বাড়ি পর্যন্ত রাস্তায় ইটের সলিং কাজের শুভ উদ্ধোধন ককরেন তিনি।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃতাজুল ইসলাম,ইউঃপি সদস্য আল মামুন প্রধান,এবাদুল্লাহ মেম্বার,সাবেক উপজেলা ছাত্রলীগ এর সভাপতি মাহাবুবুল হক শাহীন,সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা মাছুম সরকার,ঠিকাদার মফিজুল ইসলাম প্রমুখ।