ওসমান গনি, গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীদের হামলায় গ্রিল নির্মাণ শ্রমিক মো. রাব্বি হোসেন (১৮) নামে এক কিশোরকে পিটিয়ে আহত করেছে হোগলাকান্দি গ্রামের কিশোর সন্ত্রাসী হাবিব ও তার সাঙ্গপাঙ্গরা।
গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে ভুইয়া বাড়ির সামনে এঘটনা ঘটে।
এ ব্যাপারে আহত গ্রিল নির্মাণ শ্রমিক মো. রাব্বি হোসেনের মাতা মোসা. রীনা আক্তার কিশোর অপরাধী হাবীবসহ ৫জনের নাম অন্তর্ভুক্ত করে
অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, গতকাল শনিবার রাত ৭টার দিকে ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে ভূঁইয়া বাড়ীর সামনে পূর্ব শত্রুতার জেরে
গ্রিল নির্মাণ শ্রমিক মো. রাব্বি হোসেন কে অকথ্য ভাষায় গালিগালাজ করে হাবিব ও তার সাঙ্গপাঙ্গরা।
গ্রিল নির্মাণ শ্রমিক মো. রাব্বি হোসেন প্রতিবাদ করিলে সন্ত্রাসীরা লাঠিসোঁটা নিয়ে তাঁকে পিটিয়ে আহত করে। এসময় মো. রাব্বি হোসেনের আত্মচিৎকারে শোনে তার মা রীনা আক্তার এগিয়ে আসলে কিশোর অপরাধীরা তাঁকেও মাধর করে। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় মো. রাব্বি হোসেন কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যায়।
এঘটনায় মো. রাব্বি হোসেনের মাতা মোসা. রীনা আক্তার গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
থানায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর হোসেন। তিনি জানান তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।