শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের খয়েরপুর বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আমেনা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বুধবার (৩০ মার্চ) দুপুরের দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমেনা একই ইউনিয়নের খয়েরপুর গোরস্থানপাড়ার মুক্তার আলী স্ত্রী।
আমলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাফিজুল ইসলাম জানান, দুপুরে খয়েরপুর বাজারের রাস্তা পার হচ্ছিলেন আমেনা খাতুন।
এ সময় কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় গুরুতর আহত হয়ে মোটরসাইকেল চালকও মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।