শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি।
কুষ্টিয়ায় ভুট্টা ক্ষেত থেকে শুভ ইসলাম (১৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বারুইপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শুভ ইসলাম বারুইপাড়া গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, তিন দিন ধরে নিখোঁজ ছিলো শুভ। আজ ভুট্টা ক্ষেতে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, তিন দিন আগে বাবার সাথে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায় শুভ। এ ঘটনায় থানায় জিডি করেন নিহতের স্বজনরা। স্থানীয়রা দুপুরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।