শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি।
কুষ্টিয়ার মিরপুরে পিকআপ ও সিএনজির সংঘর্ষে দিপু চন্দ্র (৩৫) নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ১ জন।
শুক্রবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মশান বাজারের সন্নিকটে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত দিপু চন্দ্র নাটোর জেলার সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকার নরেশ চন্দ্রের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনা থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ডিমবোঝায় পিকআপ বিপরীত দিক কুষ্টিয়া থেকে আসা একটি সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজির দুই যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিপু চন্দ্র মারা যান। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, মিরপুর মশান বাজারের নিকট পিকআপ-সিএনজি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। নিহতের মরদেহ কুষ্টিয়া হাসসপাতালের মর্গে রয়েছে।