deshbanglakhobor24
২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৬:০৩ মিনিট
  1. অর্থ উন্নয়ন
  2. অর্থনীতি
  3. আইন ও অপরাধ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. গল্প ও সাহিত্য
  12. চট্টগ্রাম
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. দেশীয় শিল্প বাণিজ্য

ব্রেকিং নিউজ:

কুমিল্লায় ভয়াবহ অগ্নিকান্ডে ঘুমন্ত নববধূ নিহত

প্রতিবেদক
DBkhobor24
মার্চ ১১, ২০২২ ৪:৪৫ অপরাহ্ণ

কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লার বরুড়ায় শুক্রবার আনুমানিক ভোর ৫টায় বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের ডেউয়াতলী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এক নববধূর করুণ মৃত্যু হয়। তাছাড়া নববধুর স্বামী ও শ্বশুর মারাত্মক ভাবে আহত হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় মোঃ আলতাফ হোসেন এর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। আলতাফ হোসেন এর ছেলে মোঃ রেজাউল ইসলামের ঘরে লাগা আগুনে তার স্ত্রী ইয়াছমিন (২১) পুরে মারা যায়। এ অগ্নিকান্ডে আলতাফ হোসেন ও তার ছেলে রেজাউল আহত হয়ে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শী আলতাফ হোসেনের মেয়ে সাবেকুন্নাহার বলেন তার ভাই রেজাউল নামাজ আদায় করতে মসজিদে যায়, এ সময় তার ভাবী ইয়াসমিন ঘরেই ছিলো, কিভাবে যেন হঠাৎ করে দাউদাউ করে আগুন জ্বলে উঠে, মুহুর্তেই সবকিছু চোখের সামনে পুরে ছাই হয়ে যায়।

পরিবারের সদস্যদের চিৎকার শুনে এলাকাবাসী দ্রুত এগিয়ে আসে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে এবং সঙ্গে সঙ্গেই বরুড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং নববধু ইয়াসমিনের মৃত দেহ উদ্ধার করেন।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ নুরুল ইসলাম, তিনি ক্ষতিগ্রস্থ পরিবারকে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দেন।

সর্বশেষ - সারাদেশ