এনামুল হক ইমন, কুমারখালী(কুষ্টিয়া) প্রতিনিধি :
শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় (২য় পর্যায়) কুষ্টিয়ার কুমারখালীতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ উঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টায় কাঙাল হরিনাথ স্মৃতি মিলনায়তনের হলরুমে তথ্য আপা জাতীয় মহিলা সংস্থা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল এর সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় সদকী ইউপির সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী, বীর মুক্তিযোদ্ধা নূরল ইসলাম, তথ্য কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব) আজমিরী আফরোজ, সহকারী তথ্য কর্মকর্তা সিন্গ্ধা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।