deshbanglakhobor24
৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৮:২২ মিনিট
  1. অর্থ উন্নয়ন
  2. অর্থনীতি
  3. আইন ও অপরাধ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. গল্প ও সাহিত্য
  12. চট্টগ্রাম
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. দেশীয় শিল্প বাণিজ্য

কুমারখালীতে সুফলভোগী জেলেদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

প্রতিবেদক
DBkhobor24
মার্চ ৩০, ২০২২ ৩:৩৪ অপরাহ্ণ

এনামুল হক ইমন, কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার কুমারখালীতে ইলিশ মাছের প্রজনন মৌসুমে ইলিশ ধরা থেকে বিরত থাকা সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ছাগল ও ছাগলের খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ২০২১-২০২২ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলার ১০জন জেলের মাঝে ২টি করে মোট ২০টি ছাগল ও ৪০ কেজি করে খাবার বিতরণ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহি কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ।

এছাড়াও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন খান তারেক, চাপড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক মনজু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ