এনামুল হক ইমন, কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার কুমারখালীতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা কেসমত আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার সকালে পান্টি ইউনিয়ন এর পান্টি মাধ্যমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজা শেষে তাকে কবরস্থানে দাফন করা হয়। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাকে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
গার্ড অব অনার প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।