এনামুল হক ইমন, কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি ও পরবর্তিতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা ” এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.আকুল উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রায়সুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মাহমুদুল হাসান,উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস হোসেন, নাগরিক পরিষদ সভাপতি আকরাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী।