এনামুল হক ইমন, কুমারখালী, কুষ্টিয়া।
কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। “মুজিববর্ষে সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা”এই প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী ও ফায়ার সার্ভিসের আয়োজনে পরবর্তীতে দুর্গাপুর স্কুল মাঠে অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল ইসলাম এর সভাপতিত্বে র্যালি ও অগ্নি নির্বাপক মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল।
এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন মাষ্টার ইন্সপেক্টর বখতিয়ার রহমান এর সার্বিক তত্বাবধানে অন্যান্যদের মধ্যে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)আকিবুল ইসলাম, সদকী ইউপি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।