এনামুল হক ইমন, কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার কুমারখালীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে কুমারখালী উপজেলা সদকী ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সদকী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মিনহাজুল আবেদিন দ্বীপ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সামছুজ্জামান অরুন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন খান তারেক, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী, কুমারখালী উপজেলা যুবলীগ সভাপতি হারুন অর রশিদ হারুন,কুমারখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল হোসেন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।