দণ্ডিত কারাগারে
মোঃ রাসেল হাসান
ছাড়তে চাইলেও মন নাহি মোর ছাড়ে,
বারেবারে আটকি তোমার রূপের কারাগারে।
মনের আলোয় তোমায় দেখি, যন্ত্রে ইচ্ছে হলে।
আর কতদিন দন্ড আমার? দেহ রসাতলে।
বুঝতেই পারছ বাড়বে তাহা আরও
তুমি চাইলে প্রেম করতেও তো পারো।
রচনা- রাত ১১টা ৩৮মিনিট (কবিতাটি লেখা শেষ হয়েছে)
৪.২.২২
নগুয়া কুশলগাঁও, নেত্রকোনা।