কেঁদোনা কুসুম
মুহম্মদ রাসেল হাসান
কোনোদিন চারু ফুল না পেয়ে তোমারে
আজকাল সব ললনা ভালো লাগে নির্বিচারে
তৃষিত তোলা যেকোনো জল চায়
মনের গতিবিধি কে রাখে পাহাড়ায়
মাধবিকা শুনো এক শক্ত কথা কই
ওদের কারো প্রণয়ে পড়ে
যদি কভু প্রেমাবদ্ধ হই
কিচ্ছু করার নেই, আজও তোমার ঘুম
কেউ আমার প্রেয়সী হয়ে উঠলে পরে
কেঁদোনা কেঁদোনা তুমি অধরা কুসুম।
রচনা- রাত ১২টা ৪২মিনিট
২২শে জুলাই ২২ (প্রথম প্রহর)
নিজগৃহ, নগুয়া কুশলগাঁও, নেত্রকোণা।