বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের ১ম জাতীয় সম্মেলন আগামী শনিবার ২৯শে এপ্রিল সকাল ১০ টায় ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তন ফার্মগেইট অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। সম্মেলন কে কেন্দ্র মুক্তিযুদ্ধের স্বপক্ষে দীর্ঘদিনের ত্যাগী ও অবহেলিত নেতৃবৃন্দের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
উক্ত সম্মেলনে তৃণমূল পর্যায় থেকে বেড়ে ওঠা নীলফামারী জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও গোড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোঃ কায়েদ-ই-আযম রাজু কৃষি বিষয়ক সম্পাদক পদপ্রত্যাশী হয়েছেন। তিঁনি ওলামালীগ একাংশ কমিটির সাবেক কৃষিবিষয়ক সম্পাদক ছিলেন। এই প্রজন্মের যুবসমাজের সচেতন নাগরিক হিসেবে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মহান মুক্তিযুদ্ধের চেতনা কে লালন কাজ করতে কায়েদ-ই-আযম রাজু আগ্রহী।
তিঁনি বলেন, ওলামা লীগের জাতীয় সম্মেলনে জননেত্রী শেখ হাসিনা র সিদ্ধান্ত ই চূড়ান্ত সিদ্ধান্ত। কায়েদ-ই-আযম রাজু বর্তমানে ওলামা লীগ জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটি -২০২৩ এর কার্যনির্বাহী সদস্য পদে দায়িত্বে আছেন। দেশবাসী সহ তৃণমূল পর্যায়ে র ওলামা লীগ এর সর্বস্তরের নেতা-কর্মীর কাছে তিঁনি দোয়া ও সমর্থন চেয়েছেন এবং ২৯ এপ্রিল ওলামা লীগ এর জাতীয় সম্মেলন সফল ও স্বার্থক করতে আওয়ামী পরিবারের সকলের সহযোগীতা কাম্য করেন।