আজমির রহমান রিশাদ, ডোমার, নীলফামারীঃ
২০২২ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আজ। এতে নীলফামারীর ডোমার উপজেলায় জিপিএ-৫ পেয়েছেন ৪৫ জন শিক্ষার্থী। এখানে গড় পাসের হার ৮৩ দশমিক ১১ শতাংশ।
বুধবার (৮ই ফেব্রুয়ারী) বেলা ১২টায় অনলাইনে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। দিনাজপুর শিক্ষাবোর্ডের আওতাধীন নীলফামারীর ডোমার উপজেলায় এইচএসসি পরীক্ষার ফলাফলে সর্বোচ্চ ১৭ জন জিপিএ-৫ শিক্ষার্থীর সাফল্যে ডোমার মহিলা ডিগ্রী কলেজ প্রথম স্থান অধিকার করেছে।
ডোমার মহিলা ডিগ্রী কলেজ থেকে ৩৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে ২৮৩ জন কৃতকার্য এবং ৫০ জন অকৃতকার্য হয়। এখানে গড় পাসের হার ৮৪ দশমিক ৯৮ শতাংশ।
আলিম পরীক্ষায় উপজেলার ডোমার ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অধিকার করে। মাদ্রাসার ৬৪ জন শিক্ষার্থীর অংশগ্রহণে ৬৩ জনই কৃতকার্য হয়ে ৯৮ দশমিক ৪৪ শতাংশ গড় পাসের রেকর্ড করে প্রতিষ্ঠানটি।
অন্যদিকে, কারিগরি বোর্ডের আওতাধীন গোমনাতী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এখান থেকে ১৫৬ জন অংশগ্রহণ করে ১৪৮ জন কৃতকার্য হয়। তাদের গড় পাসের হার ৯৪ দশমিক ৮৭ শতাংশ।
এছাড়া ডোমার সরকারি কলেজ থেকে ৬ জন, চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজ থেকে ৫ জন, মিরজাগঞ্জ মহাবিদ্যালয় থেকে ৪ জন, গোমনাতী কলেজ থেকে ২ জন, চিলাহাটি সরকারি কলেজ থেকে ২ জন, জামিরবাড়ী একরামিয়া আলিম মাদ্রাসা থেকে ১ জন, চিলাহাটি জামে উল উলম ফাজিল মাদ্রাসা থেকে ১ জন, ডোমার বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে ১ জন সহ মোট ৪৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ প্রাপ্ত হয়েছেন।
উল্লেখ্য, গোটা উপজেলা থেকে এবারের এইচএসসি পরীক্ষায় মোট ১ হাজার ৭৪১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এরমধ্যে ১ হাজার ৪৪৭ জন কৃতকার্য এবং ২৯৪ জন অকৃতকার্য হয়েছে।