deshbanglakhobor24
৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৩:০৯ মিনিট
  1. অর্থ উন্নয়ন
  2. অর্থনীতি
  3. আইন ও অপরাধ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. গল্প ও সাহিত্য
  12. চট্টগ্রাম
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. দেশীয় শিল্প বাণিজ্য

ব্রেকিং নিউজ:

উপাদী দক্ষিণ ইউনিয়নে মহিলা সমাবেশ

প্রতিবেদক
DBkhobor24
ফেব্রুয়ারি ২৪, ২০২২ ৫:২৩ অপরাহ্ণ

এইস এম সুফিয়ান আহম্মেদ সিয়াম।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন সংগ্রামের ফসল বাঙালি জাতিরাষ্ট্র। তিনি জাতিসংঘে প্রথম বাংলা ভাষায় ভাষণ দিয়ে বিশ্বে বাঙালি জাতির মাথা উঁচু করেছেন। তাঁরই উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে জাতিকে উন্নত জাতিতে পরিণত করতে নিরলস কাজ করে যাচ্ছেন।

তিনি ২০৩১ সালের মধ্যে বাংলাদেশ থেকে অতি দরিদ্রের চির অবসান ঘটিয়ে উচ্চ-মধ্য আয়ের স্তরে, এবং ২০৪১ সালের মধ্যে দারিদ্রের অবলুপ্তিসহ উচ্চ আয়ের উন্নত দেশে বাংলাদেশকে আসীন করতে কাজ করে যাচ্ছেন। তিনি ২৪ ফেব্রুয়ারি উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

গণযোগাযোগ অধিদপ্তরের গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় দেশব্যাপী এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। উপাদী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান, জেলা তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমএ আজিজ বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোটাঃ শ্যামল চন্দ্র দাস, উপাদী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রেজাউল দেওয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিসহ শতাধিক মহিলা অংশগ্রহণ করেন।

মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ আরো বলেন, উন্নয়নের এক মহাসড়কে বাংলাদেশ বিশেষ গতি নিয়ে অগ্রসরমান। কোভিড পরিস্থিতির মধ্যে বাংলাদেশের উন্নয়ন থেমে থাকেনি।

২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ছিল ৫.৪% যেখানে বিশ্বের অধিকাংশ দেশের জিডিপি ঋণাত্বক ছিল। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বিশ্বের অনেক দেশ নারীর ক্ষমতায়নে বাংলাদেশের পদক্ষেপ অনুসরণ করে। তিনি বলেন, বাল্যবিবাহ সামাজিক অভিশাপ, নারীর আত্মনির্ভরশীল হওয়ার পথে অন্তরায়। বাল্যবিবাহ নারীর উজ্জল সম্ভাবনাকে অংকুরেই বিনষ্ট করে দেয়। তাই বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে।

জনাব কবির আহমেদ বলেন, কন্যা সন্তানের লেখাপড়া বন্ধ করে দিয়ে অন্ধকারে নিমজ্জিত করা যাবে না। কারণ একটি কন্যা সন্তানের লেখাপড়া বন্ধ করা মানে একটি ভবিষ্যৎ পরিবারকে অন্ধকারে ঠেলে দেওয়া। কন্যা সন্তানের সুখ-শান্তি লেখাপড়ার মাধ্যমে স্বনির্ভরতা অর্জনের মধ্যে নিহিত।

তিনি বলেন প্রধানমন্ত্রী ৪র্থ শিল্প বিপ্লবের প্রস্তুতির ডাক দিয়েছেন। ৪র্থ শিল্প বিপ্লবকালে হাতের কাজ কমে যাবে। সব মেশিন দিয়ে কাজ হবে। অদক্ষ শ্রমিক বিদেশে পাঠানো যাবেনা। তাই ৪র্থ শিল্প বিপ্লবের যুগে টিকে থাকতে কারিগরি শিক্ষায় সন্তানকে শিক্ষিত করার উপর তিনি গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী ঘোষিত আগামী ২৬ ফেব্রুয়ারি তারিখে দেশব্যাপী ১ কোটি কোভিড টিকা প্রদান করা হবে। যারা টিকা গ্রহণ করেন নি, তাদের টিকা গ্রহণের জন্য চেয়ারম্যান অনুরোধ করেন। পাশাপাশি বাড়ির আশেপাশের কেউ টিকা গ্রহণ না করলে তাকে টিকা কেন্দ্রে পাঠানোর অনুরোধ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান বলেন, করোনা অতিমারিতে দেশব্যাপী বাল্যবিবাহ প্রকট আকার ধারণ করেছে। এর মোকাবিলায় সমাজের সকল শ্রেণির মানুষকেই স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করতে হবে।

এ সময় তিনি বাল্যবিবাহ প্রতিরোধে, শিক্ষক, আনসার ও ভিডিপির গ্রাম দলনেতা-নেত্রী, স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। একই সাথে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও ভূমি ব্যবস্থাপনা ক্ষেত্রে ডিজিটাল বাংলাদেশের সুবিধা গ্রহণের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

প্রকল্পের প্রকল্প পরিচালক বলেন, এ প্রকল্পের মাধ্যমে সরকারের মেঘা প্রকল্প ও ১০টি বিশেষ উদ্যোগ গ্রহণের উদ্দেশ্য ও এর ফলাফল জনগণকে অবহিতকরণ, টেকসই উন্নয়ন অভীষ্ঠ (এসডিজি), ভিশন-২০২১ ও ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জনে দেশব্যাপী প্রচার কা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস জঙ্গী তৎপরতা, দুর্নীতি, চাঁদাবাজি, খাদ্যে ভেজাল মিশ্রণ, নারী ও শিশু পাচার ইত্যাদি প্রতিরোধে প্রচলিত আইন সম্পর্কে সচেতনতামূলক প্রচারনার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নারী শিক্ষার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ইত্যাদি বিষয়ে সরাসরি যোগাযোগমূলক কার্যক্রম হিসেবে এ প্রকল্পের আওতায় দেশব্যাপী ১৪০০টি মহিলা সমাবেশ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

মাঝসাগরে ১ লাখ ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা

রেমিট্যান্স বাড়ায় স্বস্তি: প্রবাসীদের হিরো বললেন পরিকল্পনামন্ত্রী

জলঢাকায় যুবলীগের চেয়ারম্যান শেখ পরশের জন্মদিন পালিত

‘শিগগিরই বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে ভিসা দেবে ভারত’

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

ফের ছাত্রী নির্যাতনের অভিযোগ ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে

ভারতে মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ সমাবেশ

আত্রাইয়ে আন্তঃজেলা ডাকাত দলের ১৪ সদস্য আটক

বসতঘরে আগুন লেগে গৃহবধূর মৃত্যু, নিখোঁজ স্বামী

বিএমএসএফ রংপুর কমিটি অনুমোদন বাবলা সভাপতি, লাল সাধারণ সম্পাদক