আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনার কাজ চলছে। এতে উত্তর প্রদেশসহ চার রাজ্যে এগিয়ে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি।
জানা গেছে, উত্তরপ্রদেশে ২৬৪ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। তাছাড়া গোরক্ষপুর আসনে এগিয়ে রয়েছেন যোগী আদিত্যনাথ। তার মূল প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টি দ্বিতীয় স্থানে হলেও বিজেপির থেকে বহু পিছনে রয়েছে।
উত্তরপ্রদেশ ছাড়াও গোয়া, উত্তরাখণ্ড, মণিপুরেও এগিয়ে ক্ষমতাসীন বিজেপি। অন্যদিকে পঞ্জাবে কংগ্রেসকে পিছনে ফেলে অনেকটা এগিয়ে রয়েছে আম আদমি পার্টি।
উত্তরপ্রদেশে নির্বাচন শুরু হয় ১০ ফেব্রুয়ারি। অপরদিকে সব রাজ্যের ভোট গণনা শুরুর তারিখ ছিল ১০ মার্চ।
উত্তরপ্রদেশে সাত দফায় ভোট হয়। প্রথম দফায় ভোট হয় ১০ ফেব্রুয়ারি, দ্বিতীয় দফা ১৪ ফেব্রুয়ারি, তৃতীয় দফা ২০ ফেব্রুয়ারি, চতুর্থ দফা ২৩ ফেব্রুয়ারি, পঞ্চম দফা ২৭ ফেব্রুয়ারি, ষষ্ঠ দফা ৩ মার্চ ও সপ্তম দফা ৭ মার্চ।
পাঞ্জাব, উত্তরাখণ্ড ও গোয়ায় ১৪ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। এই রাজ্যগুলোতে ভোট হয় এক দফায়। মনিপুরে তিন ধাপে ২৭ ফেব্রুয়ারি থেকে নির্বাচন শুরু হয়। এসব রাজ্যের চারটিতে বিজেপি ক্ষমতায় ছিল। কিন্তু পাঞ্জাবে ক্ষমতায় ছিল কংগ্রেস।
ভারত নির্বাচন