আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
কেন্দ্রিয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান আ.লীগ সরকার জনগনের ভোটে নির্বাচিত নয় বিধায়, তাদের কোন দায়বদ্ধতা নেই। আজ দ্রব্যমূল্যের উর্ধমুখী আওয়ামীলীগের ব্যবসায়ী সিন্ডিকেট ও দূর্ণীতির ফল।
জনগনের স্বার্থের কথা না চিন্তা করে বর্তমান সরকার দলীয় নেতা কর্মিদের ভাগ্য পরিবর্তন করছে। সরকার দলীয় সিন্ডিকেট জনগণের উপর অতিরিক্ত মূল্য চাপিয়ে দিচ্ছে। তাই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই জনগনের বিরুদ্ধে গিয়ে অতীতে কোন সরকার টিকতে পারে নাই আওয়ামীলীগ সরকারও টিকতে পারবে না। আ.লীগ দলীয় সিন্ডিকেট করে দ্রব্যমূল্যর দাম বাড়িয়ে জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে ।
বুধবার দুপুরে নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রিয় শহিদ মিনারে নওগাঁ জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহরের মুক্তির মোড় শহিদ মিনারে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল মতিন, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ফজলে হুদা বাবুল, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক ফৌজদার শফিকুল ইসলাম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আসফ কবির চৌধুরী শত।
সমাবেশ বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র মো. নজমুল হক সনি, সাবেক সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও শফিউল আজম রানা, যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন আহম্মেদ, এ্যাড. রফিকুল আলম রফিক, মান্দা উপজেলা বিএনপি সাবেক সাধাণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু, মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, সাধারণ সম্পাদক খাযরুল আলম গোল্ডেন, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা লাগামহীন ভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেন।