বাঘা রাজশাহী প্রতিনিধি।
রাজশাহীর বাঘায় আড়ানী পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আব্দুল মতিন মতি সভাপতি এবং রিবন আহম্মেদ বাপ্পি সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে পৌর সভার ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল কাউন্সিলরদের প্রস্তাব ও সমর্থনে উপস্থিত নেতারা আব্দুল মতিন মতি কে সভাপতি ও রিবন আহম্মেদ বাপ্পি কে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করেন।
এর আগে সকাল ১০টায় জয়গুননেসা প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পৌর আওয়ামীলীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন মতির সঞ্চালনায় ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ শাহরিয়ার আলম এমপি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- বাঘা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।
এছাড়া রাজশাহী জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আমানুল হাসান দুদু, আমজাদ হোসেন নবাব, সাইফুল ইসলাম দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড লায়েব উদ্দিন লাভলু, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মানজাল, কোষাধ্যক্ষ আজিজুল আলম, সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান সহ জেলা আওয়ামীলীগের বেশকিছু নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগ সহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।