ঢাকাই চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। প্রায়ই সময়ই বিভিন্ন ইস্যুতে খোলামেলা কথা বলেন এ অভিনেতা। সম্প্রতি আমাদের রুচির দুর্ভিক্ষ থেকে বেরিয়ে আসা উচিৎ বলে জানিয়েছেন তিনি।
এ দিকে অভিনেতার এমন মন্তব্যে শোবিজের অধিকাংশ তারকাই একমত প্রকাশ করেছেন। অনেকে আবার এর বিপক্ষেও ব্যাখ্যা দিচ্ছেন।
তবে ‘রুচির দুর্ভিক্ষ’ কথাটিতে সমর্থন দিলেও একজনের নাম প্রকাশে আপত্তি জানিয়েছেন ওমর সানী।
তিনি বলেন, বর্তমানে আমাদের ব্যাপক রুচির দুর্ভিক্ষ চলছে এটা সত্য। মামুনুর রশীদ স্যারের কোনো তুলনা নেই। বাংলাদেশে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই গুণী অভিনেতার নাম।
আর স্যার যে দুর্ভিক্ষের কথা বলেছেন সেটা সকল সেক্টরেই আছে। তবে শুধু ওর (হিরো আলম) নামই তো বলার দরকার নেই। আর যদি বলতেই হয় আপনি তাহলে সবার নাম বলেন।
অভিনেতা আরও বলেন, স্যার পরে দুর্ভিক্ষের যে বিশ্লেষণ করেছেন, খুবই সুন্দর বলেছেন। আমাদের এই রুচির দুর্ভিক্ষ থেকে আসলেই বেরিয়ে আসা উচিৎ। তবে একজনের নাম বলা উচিৎ হয়নি।