deshbanglakhobor24
৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৯:১০ মিনিট
  1. অর্থ উন্নয়ন
  2. অর্থনীতি
  3. আইন ও অপরাধ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. গল্প ও সাহিত্য
  12. চট্টগ্রাম
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. দেশীয় শিল্প বাণিজ্য

আমদানি করা নিত্যপণ্যের কর মওকুফ করা হবে: তাজুল ইসলাম

প্রতিবেদক
DBkhobor24
মার্চ ১১, ২০২২ ৫:৫৬ অপরাহ্ণ

কুমিল্লায় একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম

জেলা প্রতিনিধি, কুমিল্লাঃ

আমদানি করা নিত্যপণ্যের কর মওকুফ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেছেন, জনগণের সুবিধার্থে পর্যায়ক্রমে তেল, ডাল, চালসহ আমদানি করা নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর অর্পিত কর প্রত্যাহার করা হবে।

বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়ের ৫০ বছরপূর্তি উপলক্ষে শুক্রবার (১১ মার্চ) কুমিল্লায় বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের (বিওয়াইসিএফ) এক্স ক্যাডেট ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ হিসেবে মন্ত্রী বলেন, বিশ্ব বাজারে সব পণ্যের দাম বেড়েছে। করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্ব বাজারে। যার ফলে বাংলাদেশে কিছুটা দাম বেড়েছে।

তাজুল ইসলাম আরও বলেন, বর্তমানে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। মাথাপিছু আয়ের পরিমাণও বেড়েছে। সে হিসেবে পণ্যের চাহিদাও বেড়েছে। তাই মূল্যের ওপর প্রভাব পড়েছে।

অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আবু তাহের, পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রুমেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিওয়াইসিএফ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ মজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের ৪২ জেলা থেকে ৪০০ জন ক্যাডেট দুই দিনব্যাপী এই ক্যাম্পে থাকবেন।

দাম-বৃদ্ধি দ্রব্যমূল্য কুমিল্লা

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত