সেলিম মাহমুদ গাজীপুর জেলা প্রতিনিধি।
গাজীপুর ২ আসনের সাংসদ বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি মহোদয় গাজীপুর মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে ৫২,র ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ২১শে প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে টঙ্গী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডঃ আজমত উল্লাহ খান, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, গাজীপুর সিটি কর্পোরেশন ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবশ্রমিকলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মাননীয় যুব ও ক্রীড়া প্রতি মন্ত্রী মহোদয় বলেন—১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মায়ের ভাষা বাংলাকে সবার উপরে স্থান দেবার জন্য ও ভাষার অধিকার প্রতিষ্ঠা করার জন্য যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জাপন করি,বাংলা মায়ের দামাল সন্তানেরা যারা জীবনের পড়োয়া না করে বাংলাকে মায়ের ভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য বুকের তাজা রক্ত বিলীন করে আমাদেরকে বাংলা ভাষায় কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাদের প্রতি আমি অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি গভীর শ্রদ্ধাঞ্জলি। ভাষা সৈনিকদের পথচলায় আমাদের নতুন দিনের অঙ্গিকার, মাদক জঙ্গিবাদ সন্ত্রাসমুক্ত সুস্থ্য সমাজ ব্যবস্থা গড়বার।
ভাষা শহীদদের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই’।