তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষাকে উৎসাহিত করছেন।
সোমবার (২০ মার্চ) রাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ছাত্র হলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়টির হল প্রশাসন।
জুনাইদ আহমেদ পলক বলেন, আমাদের লক্ষ্য, গবেষণা হবে গণমুখী-সে উদ্দেশ্যকে বাস্তবে রূপদান করেছে নজরুল বিশ্ববিদ্যালয়। তবে আগামীর সময় হবে পেপার বিহীন প্রযুক্তির সময়। যা ইতোমধ্যে শুরু হয়ে গেছে। ই-নথির মাধ্যমে সব কাজ করার ব্যবস্থা করবে সরকার।
এ সময় জুনাইদ আহমেদ পলক বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব, উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট, প্রযুক্তি নির্ভর ক্যাম্পাস ও এক কোটি টাকার ফান্ড দেওয়ার ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মাসুম হাওলাদার প্রমুখ।