সোহেল রানা রাজশাহী।
রাজশাহী তানোর উপজেলা প্রশাসনের উদ্যােগে ৩০০ জন গরিব খামারিদের মাঝে গো খাদ্য বিতরণ করা হয়।
চলতি মাসের শুরুর দিনে অর্থাত অগ্নিঝরা মার্চ মাসের প্রথম দিনে তানোর উপজেলা চত্বরে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে তানোর উপজেলার বিভিন্ন এলাকার মোট ৩০০ জন খামারিদের মাঝে গো খাদ্য বিতরণ করা হয়েছে।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত, তানোর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম সহ তানোর উপজেলার বিভিন্ন কর্মকর্তা বৃন্দারা উপস্থিত ছিলেন।